তোষিকে কাইফু:
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গ্রেনেড হামলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে সাতক্ষীরার নলতায় বিক্ষোভ-মিছিল ও মানবববন্ধন করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ আগস্ট) বিকেলে সাতক্ষীরার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাতক্ষীরা- মুন্সিগঞ্জ সড়েকর এক কিলোমিটার জুড়ে কালিগঞ্জ উপেজলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশগ্রহন করে। এ সময় বক্তারা বলেন, আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেই আগস্ট মাসই আবার বেছে নেওয়া হয়েছিল শেখ হাসিনাকে হত্যা করার জন্য। খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশে হাওয়া ভবনে বসে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরসহ অন্যরা পরিকল্পনা করে গ্রেনেড হামলা করেছিলেন। ওই গ্রেনেড হামলা মামলার আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।
নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ছোট, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার
নলতা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ আনিচ্ছুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, নলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক লিটু, নলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজ সুজন, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন প্রমুখ।