আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ২দিন ব্যাপী শীতকালীন সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার চাপড়া তৃণমূল মহিলা কল্যাণ সমিতির কার্যালয়ে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর সহযোগিতায় ও তৃণমূল মহিলা কল্যাণ সমিতির আয়োজনে উক্ত প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়। সমিতির সভানেত্রী আনোয়ারা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণে সহ-সম্পাদিকা রোকেয়া খাতুন, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ প্রদান করেন সাসের প্রশিক্ষক ভোলানাথ সরকার ও কৃষ্ণা সরকার। ১৫ জন চাষীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে চাষীদের মাঝে লাউ, মিষ্টি কুমড়া, পালং শাক, লাল শাক ও করলার বীজ প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট