কাশিমাড়ী শ্যামনগর : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে নবযাত্রা প্রকল্পের ইউএসএআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় ইউনিয়ন কৃষি সেবার মান বৃদ্ধির জন্য কর্মপরিকল্পনা তৈরী করার লক্ষ্যে ইউনিয়ন কৃষি সেবাকেন্দ্র/ইউনিটের জন্য ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় ইউপি চেয়ারম্যান এস.এম আব্দুর রউফের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এস.এম আবুল হোসেন, সার্জেন্ট (অবঃ) ডেন্টিস্ট হাফিজ, কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ এস.এম আব্দুল হাই, অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুর রহমান, কামরুল ইসলাম, ০৫ ওয়ার্ড আ.লীগের সভাপতি সানাউল্লাহ সরদার, ০৭ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হক তরফদার, ইউনিয়ন দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সওকাত হোসেন ঢালী, ইউপি সদস্যবৃন্দ ও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি যৌথ ভাবে সঞ্চালনা করেন নবযাত্রা প্রকল্পের এসএও জিএম আলাউদ্দিন হোসেন ও ঠাকুর পদ ঢালী।
কাশিমাড়ীতে কৃষি সেবাকেন্দ্রের ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত
পূর্ববর্তী পোস্ট