কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে দেশীয় পিস্তল সহ ১ জন আটক হয়েছে। আটটকৃতের নাম মোকছেদ আলী খোকা (৫৬)। সে দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের মৃত কেয়ামউদ্দীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে দেবহাটা থানার এসআই ইয়ামিন আলী বাদী হয়ে দেবহাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও এসআই ইয়ামিন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মোকছেদকে আটক করেন। পরে তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক পুষ্পকাটি গ্রামের সরদার বাড়ি মোড়ের জনৈক নুর ইসলামের পরিত্যক্ত ঘরের মধ্যে মাটির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০.৫০ ইঞ্চি লম্বা লোহার তৈরী দেশীয় রিভলবার উদ্ধার করেন। এ ব্যাপারে এসআই ইয়ামিন আলী বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেছেন। মামলা নং- ০৫। দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে কিছু নাশকতাকারী সন্ত্রাসী দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে। তাদের বিরুদ্ধে এবং যারা দেশকে অশান্ত করার অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, আটককৃত মোকছেদ আলীর বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অভিযোগে ইতিপূর্বে দেবহাটা থানায় ৫টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
দেবহাটায় পুলিশের অভিযানে দেশীয় পিস্তল সহ আটক- ১
পূর্ববর্তী পোস্ট