নিজস্ব সংবাদদাতা,কলারোয়া(সাতক্ষীরা): কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিফলক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিদ্যালয় চত্বরে ত্রিতল ভবনের এ ভিত্তিফলক উন্মোচন করেন সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেন, বর্তমান সরকার উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে অভাবনীয় উন্নয়ন সাধিত হচ্ছে। তিনি দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। ভিত্তিফলক উন্মোচনী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সহকারী প্রকৌশলী আশিকুর রহমান, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। একই অনুষ্ঠানে গার্লস পাইলট হাইস্কুলের কৃতি ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমান উল্লাহ আমান, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরিসাধন ঘোষ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মন, লুৎফুন্নেছা লুতু, ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক আবুল খায়ের, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া বার্তা’র সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, জুলফিকার আলী, আকবর আলী প্রমুখ। জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে তিন তলা ভিত বিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। এছাড়া সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ একই দিন (মঙ্গলবার) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কামারালী মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন বলে জানা গেছে।