খেলার খবর: ১৪ তম এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের এমন জয়ে তাদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের ৩৭ রানের জয় নিশ্চিত হওয়ার পররাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম অনুবিভাগ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় টাইগারদের অভিনন্দন জানান। অপরদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, এদিন পাকিস্তানের বিপক্ষে অঘোষিত ‘সেমিফাইনালে’ প্রথমে ব্যাট করে ২৩৯ রান তোলে বাংলাদেশ। ২৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০২ রানেই আটকে যায় পাকিস্তান, টাইগারদের জয় নিশ্চিত হয় ৩৭ রানের। এই জয়ের ফলে ফাইনালে আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ।
মাশরাফিদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন
পূর্ববর্তী পোস্ট