কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলা ইউসিসিএ লিঃ (বিআরডিবির) নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। অবশেষ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হলেন কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মশিয়ার রহমান। মঙ্গলবার কলারোয়া উপজেলা পল্লী উন্নয়ন হলরুমে সকাল ১১ ঘটিকা থেকে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা শেষে রির্টারিনং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী ভোটের ফলাফল ঘোষণা করেন। মোট ভোটার সংখ্যা ২৩১ জন। এর ভোট কাস্ট হয় ২২৯ টি। ২ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলার কেরালকাতা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মশিয়ার রহমান চেয়ার মার্কা নিয়ে ১৪৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। অন্য প্রতিদ্বন্দ¦ী প্রার্থী আঃ আহাদ মই মার্কা নিয়ে মাত্র ৮৩ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া ২নং সদস্য নির্বাচনী এলাকার সদস্য পদে আম প্রতীক নিয়ে ৩৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন আতাউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুলফিকার আলী মাছ প্রতীক নিয়ে ৯ ভোট পান । এছাড়া ৫নং সদস্য নির্বাচনী এলাকার সদস্য পদে নাছিমা বেগম মাছ প্রতীক নিয়ে ২০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লতিফোন নেছা কলম প্রতীক নিয়ে ৬ ভোট ও বল প্রতীক নিয়ে আছিয়া খাতুন ৪ ভোট পান। এছাড়া ৬নং সদস্য নির্বাচনী এলাকার সদস্য পদে কলস প্রতীক নিয়ে হাসিনা খাতুন ১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীক নিয়ে রহিমা বেগম ১২ ভোট পেয়ে পরাজিত হন। এই নির্বাচনে দায়িত্ব পালন করেন-কলারোয়া উপজেলা এআইসিএস,উপজেলা সমবায় দপ্তরের সদস্য জামির হোসেন, উপজেলা এআরডিও, বিআরডিবির সদস্য রাশিদুল ইসলাম ও পোলিং অফিসার জাফর ইকবাল, রাশিদুজ্জামান, মাজেদুল হক, আসাদুজ্জাসান। উল্লেখ্য-এর আগে ৩টি সদস্য বা এরিয়া পরিচালক পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন-একক প্রার্থী-নির্বাচনী এলাকা-১ এ কাশিয়াডাঙ্গা কৃষক সমবায় সমিতি লিঃ এর নজরুল ইসলাম, নির্বাচনী এলাকা-৩ এ কোমরপুর কৃষক সমবায় সমিতি লিঃ এর আলী বকস গাজী ও নির্বাচনী এলাকা-৪ এ পূর্ব পাঁচনল কৃষক সমবায় সমিতি লিঃ এর মশিউর রহমান।
কলারোয়ায় বিআরডিবির চেয়ারম্যান হলেন মশিয়ার
পূর্ববর্তী পোস্ট