খেলার খবর: লিওনেল মেসির দারুণ এক গোলেও পারল না বার্সেলোনা। রবিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কাতালানরা। এতে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সা রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। একইদিনে সেল্টা ডি ভিগোকে ২-১ গোলে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে সেভিয়া রয়েছে শীর্ষে।
এই ড্র’তে বার্সেলোনা টানা চার ম্যাচে জয়বিহীন থাকল। দ্বিতীয় মিনিটে গোল খেয়ে বসে বার্সা। কর্নার কিক থেকে উড়ে আসা বল জেরার্ড পিকের মাথায় লাগলেও তিনি ক্লিয়ার করতে পারেননি। বল চলে যায় গোল পোস্টের সামনে ফাঁকা জায়গায় এজিকুয়েল গ্যারেইর কাছে। ডান পা দিয়ে আলতোভাবে সোজা বল পাঠিয়ে দেন জালে।
খেলার ২৩ মিনিটে দারুণ এক গোলে সমতা ফেরান মেসি। মাঝ মাঠের দিক থেকে বল নিয়ে সুয়ারেজকে দিয়ে সামনে এগিয়ে যান মেসি। সেই বল আবারও মেসিকে বাড়িয়ে দেন সুয়ারেজ। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে ডান দিকের পোস্ট ঘেষে পাঠিয়ে দেন জালে।
তাতেও অবশ্য রক্ষা হয়নি। কারণ বাকি সময়ে আর কোনও গোল করতে পারেনি বার্সা। যে কারণে ১-১ গোলের ড্র’তে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় বার্সাকে।