কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়াস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা আইডিয়ালের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারো উপকারভোগী দরিদ্র পরিবারের মাঝে ফলদ চারা বিতরন করা হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব কার্য্যালয় প্রাঙ্গনে সকাল ১১ টায় উক্ত চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য সালাউদ্দীন শরাফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডাঃ নজরুলইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইডিয়ালের সমন্বয়কারী শাহাদাত হোসেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিশেষ ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন এবং বেশী বেশী গাছ লাগানোর জন্য উপস্থিত সকলকে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে সভাপতি গাছ রোপন করার কৌশলের পাশাপাশি গাছের পরিচর্যা ও সংরক্ষন এবং গাছের বিশেষ উপকারীতা সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন। অনুষ্ঠান শেষে আইডিয়াল সংস্থার পক্ষ থেকে ২০০জন উপকারভোগীর মাঝে প্রতিজনকে ১টি আম এবং ১টি কদবেল চারা সর্বমোট ৪০০ চারা বিতরন করা হয়।
দেবহাটায় আইডিয়ালের ফলদ চারা বিতরণ
পূর্ববর্তী পোস্ট