খেলার খবর: সেভিয়ায় সোমবার রাতে নেশন্স লিগের ম্যাচে স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের দল। ম্যাচের ১৬তম মিনিটে দুর্দান্ত এক প্রতি-আক্রমণে এগিয়ে যায় ইংল্যান্ড। ডি-বক্সে ঢুকে বুলেট শটে গোলটি করেন ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রাহিম স্টার্লিং। ২৯তম মিনিটে পিকফোর্ডের উঁচু করে বাড়ানো বল ধরে কেইন বাড়ান র্যাশফার্ডকে। ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণ নিয়ে ডি-বক্সে ঢুকে জোরালো শটে জাল খুঁজে নেন। প্রথমার্ধেই আরো একটি গোল হজম করে স্পেন। ৩৮তম মিনিটের ডান দিক থেকে গোলমুখে বাড়ানো বল টোকা দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন স্টার্লিং।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার আভাস দেয় স্পেন। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মার্কো আসেনসিওর কর্নারে দারুণ হেডে গোলটি করেন আগের মিনিটেই বদলি নামা বরুসিয়া ডর্টমুন্ড ফরোয়ার্ড পাকো আলকাসের।
যোগ করা সময়ে রিয়াল মিডফিল্ডার দানি সেবাইয়োসের ক্রসে হেড করে ব্যবধান আরো কমান সের্হিও রামোস। তবে হার এড়াতে পারেনি স্পেন।
ইংল্যান্ডের কাছে ধরাশায়ী স্পেন
পূর্ববর্তী পোস্ট