বি এম আলাউদ্দীন বড়দল প্রতিনিধি ঃ আশশুনির বড়দলে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ন ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভায় ভিডিও চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়। বড়দল ইউনিয়ন গ্রাম আদালত সহকারী ধনঞ্জয় মন্ডলের সঞ্চালনায় চেয়ারম্যান আব্দুল আলিম মোল্ল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুরঞ্জন ঢালী, বড়দল ইউপি সচিব আব্দুল জলিল, খাজরা ইউনিয়ন গ্রাম আদালত সহকারী মোঃ সহিদুল ইসলাম, বড়দল ইউনিয়ন সকল সদস্য বৃন্দ ও ইউনিয়ন দফাদার মোস্তাজুল হক, মতবিনিময় সভায় বক্তরা বলেন, গ্রাম আদালত সক্রিয় হওয়ায় এলাকার বিরোধ গ্রাম আদালতের মাধ্যেমে সমাধান হওয়ায় সাধারণ মানুষের হয়রানী কমেছে। এখন গ্রামে বসেই সহজে বিচারিক সেবা নিতে পারছেন গ্রামবাসি।
গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা
পূর্ববর্তী পোস্ট