অনলাইন ডেস্ক: মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে পঞ্চগড়ের দশ মাইল নামক স্থানে। রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি বাসের সঙ্গে দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে।
লুৎফর রহমান ঘটনাস্থলেই রয়েছেন। তিনি জানান, ঘটনাস্থলে ৫ জনসহ এ পর্যন্ত মোট ৯ জন নিহত হয়েছে। ৭ জনের অবস্থা আশংকাজনক। ট্রাকের ধাক্কায় বাসের বাম পার্শ্ব খুলে গেছে। ধারণা করা হচ্ছে, পঞ্চগড়ে এটা স্মরণাতীত কালের সবচেয়ে বড়ো সড়ক দুর্ঘটনা।
ঘটনাস্থলে উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে রয়েছেন সামাজিক সংগঠন ‘জাগ্রত তেঁতুলিয়া’র কর্মী আহসান, রনি, রতন প্রমুখ। আহসান জানালো, যারা মারা গেছেন তারা সবাই সম্ভবত তেঁতুলিয়ার। তবে লাশ দেখে কাউকে চেনা যাচ্ছে না। রনি জানালো, সে দূর্ঘটনাকবলিত বাসের মারাত্বক আহত ১০ জনকে অ্যাম্বুলেন্সযোগে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেছে।
রতন জানালো, কয়েকজন তরুণের শুধু মাথা পরে রয়েছে রাস্তায় এবং রক্ত গড়িয়ে পড়ছে। মাথা ছাড়া কয়েকটি দেহ বাসের সিটের সঙ্গে লেপ্টে আছে!
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের জন্য প্রচুর রক্তের প্রয়োজন, কিন্তু অনুযায়ী রক্ত মিলছেন না। যারা রক্ত দিতে আগ্রহী তাদের হাসপাতালে জরুরীভিত্তিতে পাঠাতে অনুরোধ করা হয়েছে। লোকজন সেচ্ছাসেবকের ভূমিকা পালন করছে। তবে হাসপাতালে অহেতুক ভিড় না করতে অনুরোধ করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, পঞ্চগড় থেকে ভাই-বোন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। পথে ১০ মাইল বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পরে শিশুসহ আরো তিনজনের মৃত্যু হয়।
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে আসার পরে দুই শিশু ও এক নারীর মৃত্যু হয়। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।