বিদেশের খবর: ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়র সন্ত্রাসীদের হামলায় দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির এক নেতা ও তার ভাই নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের ঘটনায় কাশ্মীরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ কারফিউ জারি করতে বাধ্য হয়েছেন। রাস্তায় সেনাও মোতায়েন করা হয়েছে।
নিতহরা হলেন, রাজ্যটিতে বিজেপির সভাপতি অনিল পারিহার ও তার ভাই অজিত।
এনডিটিভির খবরে বলা হয়েছে, এদিন রাত ৮টা নাগাদ নিজেদের দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তারা। সেই সময়ে গুলি চালায় আততায়ীরা।
পুলিশ বলেছে, একেবারে সামনে থেকে গুলি চালিয়েছে তারা। ঘটনার পর থেকেই চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এ নিয়ে কাশ্মীরে গত এক মাসে তিন রাজনৈতিক নেতা হামলার শিকার হন।
এর আগে শ্রীনগরে একজন পিডিপি নেতা ও দুজন ন্যাশনাল কনফারেন্স কর্মীকে হত্যা করা হয়েছিল। এনডিটিভিকে কাশ্মীর পুলিশের পদস্থ কর্তা দিলবাগ সিংহ বলেন, আমরা আততায়ীদের পরিচয় জানার চেষ্টা করছি।
কিশতওয়র জেলার জেলাশাসক আংরেজ সিং রানা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবে হাতের বাইরে চলে না যায়, সেটি নিশ্চিত করার জন্যই আমি সেনা ডেকেছি।