কালিগঞ্জ ব্যুরো: প্রচীনতম রাজনৈতিক সংগঠণ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কালিগঞ্জে কককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম কুমার লস্কারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি আদর্শের সংগঠণ, এই সংগঠণ ১৯৪৮ সালের ৪ জানুয়ারী প্রতিষ্ঠিত হওয়ার পর ‘৫২ ভাষা আনন্দোলন, ‘৫৪ যুক্তফ্রন্ট, ‘৬৬ দফা, ‘৬৯ গনঅভ্যুত্থান, ‘৭০ এর নির্বাচন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর শৈরাচার বিরোধী আনন্দোলনসহ গুরুত্বপূর্ন বিষয়ে অগ্রণি ভূমিকা পালন করে। উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন আহম্মেদ সোহাগে‘র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখে মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়র মেহেদী হাসান সুমন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফিরোজ হোসেন, তারালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, ধলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান বাবু, কৃষ্ণনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবব্রত কুমার ঘোষ, মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেলিম শাহারিয়ার, নলতা কলেজ ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে কেককেটে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট