বিদেশের খবর: ইউরোপের দেশগুলোতে জন্মহার অনেক কম। দেশগুলোর মধ্যে ইতালিতে শিশুজন্মের হার সবচেয়ে কম৷ এর ফলে তরুণ নাগরিকের তুলনায় বয়স্কদের সংখ্যা বেড়ে চলেছে৷ গত বছর ইতালিতে মাত্র ৪ লাখ ৬৪ হাজার জন্ম নিবন্ধিত হয়েছে।এ কারণে জন্মহার বাড়াতে মরিয়া হয়ে উঠেছে সরকার। জনসংখ্যার ভারসাম্য ধরে রাখতে অভিনব পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রথম দুটি সন্তানের পর তৃতীয় সন্তান জন্ম নিলেই পুরস্কার হিসেবে জমি দেবে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বছরের খসড়া বাজেটে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে যেসব বিবাহিত দম্পতির তৃতীয় সন্তান হবে তাদেরকে বিনামূল্যে এক খণ্ড জমি দেয়া হবে।
সূত্র: এবিসি নিউজ
সন্তান জন্ম দিলেই জমি দেবে সরকার!
পূর্ববর্তী পোস্ট