বিদেশের খবর: তালেবানদের হামলায় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় ফারাহপ্রদেশে ইরান সীমান্তের কাছে অন্তত ২০ আফগান সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কয়েকজন আফগান সেনা নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ত্রাসীরা ইরান সীমান্তের নিকটবর্তী ওই আফগান সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এতে ২০ সেনা নিহত ছাড়াও বেশ কয়েকজন আহত হন।
হামলার দায়িত্ব স্বীকার করে ওই ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছেন তালেবানরা। তাদের দাবি, হামলায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করাসহ ৩০ সেনাকে হত্যা করেছেন তারা।
এ বিষয়ে আফগান এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, তখন ঘাঁটিতে ৫০ সেনা ছিল। হামলায় অন্তত ২০ আফগান সেনা নিহত হন।
হামলার কয়েক ঘণ্টার পরও আফগান বাহিনী ওই ঘাঁটির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে ব্যর্থ হয় এবং বাকি সৈন্যদের ভাগ্যে কি ঘটেছে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা।