নিজস্ব প্রতিবেদক :
বিএনপির কেন্দ্রিয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ১০ মামলায় কারাভোগের পর শুক্রবার সাকালে তিনি জামিনে মুক্ত হয়েছেন।
সকাল ৮ টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেছেন বলে জানিয়েছে জেল সুপার মো. আবু জাহেদ।
হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ১৯৯৬ এর ষষ্ঠ এবং ২০০১ এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা ১ (তালা কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রিয় প্রকাশনা বিষয়ক সম্পাদক।
জানা গেছে তার বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে। এর মধ্যে আছে বিএনপি নেতা আলতাফ হত্যার ২টি মামলা, মৎস্যজীবী দল নেতা আমান হত্যা মামলা, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ৩টি মামলা, চাঁদাবাজির ২টি , নাশকতার ২টি ও ঢাকার একটি মামলা। গত ৬ অক্টোবর তিনি আদালতে আত্মসমর্পন করেন। আদালত তাকে জেল হাজতে পাঠায়। এসব মামলায় তিনি পর্যায়ক্রমে জামিন লাভ করেছেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা সাবেক এমপি হাবিব জামিনে মুক্ত
পূর্ববর্তী পোস্ট