অনলাইন ডেস্ক: চলতি বছরের ৩০ নভেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সেখানে বাধা হবে না। গেল এক সপ্তাহে একাধিকবার গণমাধ্যমে এমন কথা বলেছেন লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
সুর মিলিয়েছেন বাফুফে কর্তারা। কিন্তু সোমবার (১৯ নভেম্বর) কমিটির ১৮তম বৈঠকে পাল্টে গেল দৃশ্যপট। অনির্দিষ্ট কালের জন্য পেছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
ফেডারেশন কাপের পরেই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। তার পরিবর্তে স্বাধীনতা কাপ শুরু করতে চান বাফুফের কর্তারা। ২৯ নভেম্বর প্রিমিয়ার লিগ শুরুর দিনক্ষণ ধার্য করেছিল বাফুফে। নির্বাহী কমিটিও সেই দিনটিকে অনুমোদন দিয়েছিল। সোমবার লিগ কমিটির সভায় তা আবার পরিবর্তন করা হলো।
লিগ শুরুর পরিবর্তে স্বাধীনতা কাপ শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই মোতাবেক ৩০ নভেম্বর স্বাধীনতা কাপ শুরু হবে। সালাম মুর্শেদী বলেন, ‘লিগের অন্যতম ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন চলছে।
সেখানে ফুটবল উপযোগী করতে কিছুটা সময় লাগবে। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা কর্মীরা খুবই ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটাবেন। ঢাকার বাইরের ভেন্যুগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী পাওয়ার শংকা রয়েছে। তাই ক্লাবগুলোর সুযোগ সুবিধা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
স্বাধীনতা কাপ টুর্নামেন্টের ফরম্যাট ফেডারেশন কাপের মতোই হবে। টুর্নামেন্টের ফাইনাল দিনক্ষণ অবশ্য এখনো ঘোষণা করেনি বাফুফে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সভা করে লিগ শুরুর তারিখ ঘোষণা করা হবে।
ধারা ভেঙ্গে এবার বিদেশিরাও খেলতে পারবে এই টুর্নামেন্টে।