আব্দুল আলিম :
“আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল ২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে নবযাত্রা একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।
প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮,৫৬,১১৬ জন উপকারভোগীর জন্য বাস্তবায়িত হয়েছে। অংশীদার সংস্থা, সুশীলন, নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।”
প্রকল্পের আলট্রা পুওর গ্রাজুয়েশন কম্পোনেন্টের অধীনে সাতক্ষীরা জেলার শ্যামনগর ও কালিগঞ্জ এবং খুলনা জেলার দাকোপ ও কয়রা উপজেলার হত দরিদ্র পরিবারের নারী ১৫৮ ও পুরুষ ২১১ মোট ৩৬৯ জন প্রতি উপজেলায় ০১ দিন করে মোট ০৪ দিনের ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ চাকুরীর ওয়েব সাইট বিডিজবস এর কারিগরী সহায়তায় প্রকল্পের সহযোগী সংস্থা সুশীলনের বাস্তবায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের সার্বিক সহযোগীতায় ক্যারিয়ার ডেভলপমেন্ট এ্যান্ড জব এ্যাপ্লিকেশনস বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে অংশগ্রহনকারীগন দেশী ও বেদিশে বর্তমানে চুাকুরীর সুযোগ, খুলনা অঞ্চলে চুাকুরীর সুযোগ ও, সিভি তৈরি, চাকুরীতে আবেদনের কৌশল, চাকুরীর পরীক্ষার জন্য করনীয় ও ইন্টারভিউ মোকাবেলা করা বিষয়ে অংশগ্রহন মূলক আলোচনা করা হয়। ওয়ার্কশপে হাতে কলমে বিডি জবসে ইন্টারনেট ব্যাবহার করে এ্যাকাউন্ট তৈরি এবং নিজের এ্যাউন্ট থেকে কিভাবে চাকুরীর জন্য আবেদন করতে হয় সে বিষয়ে হাতে কলমে শিক্ষা গ্রহন করেন। অংশগ্রহনকারীদেও মধ্যে প্রায় সবাই ওযার্কশপে নিজেরাই নিজেদের এ্যাউন্ট ওপেন করেন এবং দু একটি করে আবেদন করেন।এছাড়াও ইমেইলে এ্যাকাউন্ট ওপেন করা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ওয়ার্কশপে প্রকল্পের কর্মরত প্রায় ৩০ জন স্টাফ অংশগ্রহন করেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার, ফিল্ড অফিস ম্যানেজার ওয়ার্কশপগুলোতে যুবকদের জন্য প্রেরণামূলক ও দিক নির্দেশনা দিয়ে বক্তব্য উপস্থাপন করেন। প্রকল্পের ইয়ুথ ডেভলপমেন্ট কো-অর্ডিনেটর মো: আশিক বিল্লাহ ও বিডি জবসের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ যৌথভাবে সেশনগুলো উপস্থাপনা করেন। নবযাত্রা প্রকল্প প্রান্তিক এলাকার হত দরিদ্র পরিবারের যুবক ও যুব নারীদেরকে বিভিন্ন ধরনের চাকুরী পেতে তাদের দক্ষতা বৃদ্ধি ও চাকুরী দাতা প্রতিষ্ঠানের সাথে সংযোগ তৈরি করতে যৌথভাবে উদ্যোগ গ্রহন করেছে। প্রাথমিকভাবে ৩৬৯ জন ছেলে ও মেয়েদের নিয়ে এ কাজটি শুরু হয়েছে এবং ক্রমান্বয়ে এ সংখ্যা বৃদ্ধি পাবে। উল্লেখ্য যে ফেব্রুয়ারী ২০১৮ মাসে বিভাগীয় পর্যায়ে বিডি জবসের সাথে নবযাত্রা প্রকল্প যৌথভাবে চাকুরীর মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে যেখানে নবযাত্রা প্রকল্পের সুবিধাভোগী পরিবারে ছেলে মেয়েরা চুকুরীর ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।