কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি পারুলিয়া ও সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সখিপুর মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর কবির পল্টু।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মঞ্জুর মোর্শেদ মিলন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তানভির মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শামিউল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক আলমগীর কবির, দেবহাটা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মহাসিন আলী, সদস্য সচিব হাবিবুল্লাহসহ উপজেলার ৫টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবসহ সকল নেতৃবৃন্দ।
এসময় বক্তারা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্টা বার্ষিকীর সফলতা কামনা করে বলেন, বিএনপির প্রতিষ্টাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটা বুকে ধারন করে আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনার আলোকে আগামীর বাংলাদেশ বির্নিমানে সকল নেতাকর্মীদেরকে একসাথে কাজ করতে হবে। আগামীর সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী যেন বিজয়ী হতে পারে সেলক্ষ্যে তৃনমূল পর্যায় থেকে সংগঠনকে মজবুত করতে হবে।