নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় লিনেট ফাইন আর্টস একাডেমি’র ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে লিনেট ফাইন আর্টস একাডেমি, সংগীত ও আবৃত্তি শিক্ষার আসর সাতক্ষীরার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লিনেট ফাইন আর্টস একাডেমি’র সভাপতি আবু আফ্ফান রোজ বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি রবি বলেন, সাহিত্য ও সংস্কৃতিতে সাতক্ষীরা জেলা অন্যান্য জেলার দিক দিয়ে এগিয়ে। সুস্থ সংস্কৃতি মানুষকে উজ্জীবিত করে। সুস্থ সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন প্রমুখ। লিনেট ফাইন আর্টস একাডেমি’র ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্মাননা প্রদান করা হয় সাহিত্যে উপভাষাবিদ কাজী মুহম্মদ অলিউল্লাহ, সংস্কৃতিতে নাহিদা পারভীর পান্না, বিশেষ সম্মাননা ঝর্ণা, বিশেষ সম্মননা মহুয়া, বিশেষ সম্মাননা মৌসুমী, বিশেষ সম্মননা সুরজিৎ, বিশেষ সম্মাননা তনুশ্রী। সম্মাননা অনুষ্ঠানে উত্তরীয়, সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অনুরুপভাবে ৬ জনকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ পতœী নাসরিন খান লিপি, এনডিসি মো. আবু সাঈদ. জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন, কণ্ঠ শিল্পী শামীমা পারভীন রতœা, সিনিয়র শিক্ষক ও কণ্ঠশিল্পী মন্জুরুল হকসহ শিল্পী ও সাহিত্যমনা ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন দিলরুবা রোজ।