দেশের খবর: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেননি বিএনপির তিন নেতা। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবারও মনোনয়নপত্র জমা না দেওয়ার ফলে নির্বাচনে অংশ নিতে পারবেন না তারা।
বিএনপির ওই তিন নেতা হলেন- দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী-৩ আসনে নিজে এবং ফেনী-১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আবদুল আউয়াল মিন্টু, মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল-২ এবং ঢাকা-৮ আসনের প্রার্থী হতে চেয়েছিলেন হাবিব–উন–নবী খান সোহেল।