পারুলিয়া প্রতিনিধি: দেবহাটার পারুলিয়া অনুর্ধ ১৪ ক্রিকেট টুর্নামেন্টে পারুলিয়া কম্পিউটার সোর্স ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। শনিবার সকাল ৯ টায় দক্ষিণ পারুলিয়া স্পোটিং ক্লাবের আয়োজনে ক্লাব মাঠে পারুলিয়া কম্পিউটার সোর্স ক্রিকেট একাডেমি ও কালিগঞ্জ ক্রিকেট একাডেমি মধ্যে অনুর্ধ ১৪ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় কালিগঞ্জ ক্রিকেট একাডেমি টসে জিতে পারুলিয়া কম্পিউটার সোর্স ক্রিকেট একাডেমিকে ব্যাটিং’র আমন্ত্রণ জানায়। পারুলিয়া কম্পিউটার সোস ক্রিকেট একাডেমি প্রথমে ব্যাট করতে এসে নির্ধারিত ২০ ওভারের খেলায় ৫ উকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। পারুলিয়া কম্পিউটার সোস একাডেমির পক্ষে আল-আমিন সর্বোচ্চ ৮১ রান সংগ্রহ করে। কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পক্ষে নাঈম ও রাজিব ১টি করে উইকেট সংগ্রহ করে। জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট নিয়ে কালিগঞ্জ ক্রিকেট একাডেমি ব্যাটিংএ যেয়ে ১৮ ওভার ৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করে পারুলিয়া কম্পিউটার সোর্স একাডেমি জয়লাভ করে। কালিগঞ্জ ক্রিকেট একাডেমির পক্ষে শাওন ৩৯ সর্বোচ্চ রান সংগ্রহ করে। পারুলিয়া কম্পিউটার সোর্স একাডেমির পক্ষে আল-আমিন ২ টা এবং স¤্রাট, জুবায়ের ও বাবু ১টি করে উইকেট সংগ্রহ করে। খেলা পরিচালনা করেন, বাবলু, আলিম ও সিদ্দিক।
পূর্ববর্তী পোস্ট