পাইকগাছা ব্যুরো: পাইকগাছা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষাল আর.আর বৈকালিন শিশু বিদ্যালয়ে সকাল ১০টায় প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায় প্রধান শিক্ষক ও ২২ জন সহকারী শিক্ষক মনোনীত করে প্রতিবন্ধী বিদ্যালয়ের ক্লাস শুরু কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গদাইপুর ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংবাদিক এস,এম, বাবুল আক্তার, শেখ আব্দুস সামাদ, দরগাহপুরী স্মৃতি প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ তাজুল ইসলাম, পাইকগাছা প্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি এস,এম, মোজাম্মেল হক, সহ-সম্পাদক আলহাজ্ব সাঈদুর রহমান, ক্যাশিয়ার আলহাজ্ব নাজমুল হক, ইউপি সদস্য মোঃ আবু হাসান গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী ফোরামের সম্পাদক এ রশীদ নায়েব, শওকত আকবর, সুশান্ত সরকার, পঙ্কজ রায়, ডাঃ তপন রায়, গাজী রফিকুল ইসলাম, জাকিরুল নায়েব, মিথুন গাজী, আলহাজ্ব শাহজান সরদার প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট