খেলার খবর: মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫০৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আগের দিনের ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সেখান থেকেই ইনিংসকে বড় একটা জায়গায় নিয়ে যান মাহমুদউল্লাহ-সাকিব-লিটনরা।
শনিবার সকালে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে ফের প্রথম ইনিংসে ফের ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলীয় ৩০১ রানে সাকিব ফিরে যান ৮০ রান করে। পর শক্ত হাতে হাল ধরেন মাহমুদউল্লাহ ও লিটন দাস। ৯২ রানের জুটি গড়ে ব্যক্তিগত ৫৪ রানে লিটন বিদায় নেন।
তবে সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। অষ্টম উইকেটে মেহেদি হাসান মিরাজ (১৮) আউট হওয়ার পর তার সঙ্গী এখন তাইজুল। দলীয় ৪৭২ রানে আউট হন তাইজুল (২৬)। পরে নাইম হাসানকে নিয়ে মাহমুদউল্লাহ ইনিংসকে নিয়ে যান ৫০৮ রানে।
শেষ ব্যাটসম্যান হিসেবে মাহমুদউল্লাহ আউট হন ১৩৬ রান করে। ২৪২ বল থেকে ১০টি চারের মারে দুর্দান্ত এই ইনিংস খেলেন তিনি। ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ, দেবেন্দ্র বিষু, ক্রেইগ ব্র্যাথওয়েট ও জোমেল ওয়ারিকান।
এর আগে প্রথম দিনে টস জিতে বাংলাদেশ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সাদমান ইসলামের ৭৬ ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে দিনশেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৫৯ রান। এছাড়া মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন করেন ২৯ রান করেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে। চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে বাংলাদেশ জয় পায় ৬৪ রানে। তাই সিরিজে বাংলাদেশ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। এখন ঢাকা টেস্টে জয় বা ড্র’ই সিরিজ জয়ে জয়ে বাংলাদেশের জন্য যথেষ্ট হবে।