মাহফিজুল ইসলাম আককাজ: ‘হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ’ ফুলের শুভেচ্ছা ও পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ছাত্রীদের নবীণবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবীণবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশে এখন নারীরা পিছিয়ে নেই। দেশের প্রধানমন্ত্রী নারী, স্পিকারসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা বড় বড় দায়িত্ব পালন করছে। দেশে ৯ জন নারী জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন। তাই তোমাদেরকেও এগিয়ে আসতে হবে দেশ ও সমাজের উন্নয়নে। শুধু ছেলেদেরকে শিক্ষিত করলে হবে না, মেয়েদেরকেও শিক্ষিত করতে হবে। এ সময় তৃতীয় শ্রেণি, চতুর্থ শ্রেণি ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রীদের ফুল ও লাল ক্যাপ দিয়ে বরণ করে দশম শ্রেণির ছাত্রীরা।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) মায়া রাণী নাথ, সহকারী প্রধান শিক্ষিকা (চলতি দায়িত্ব) বেগম রোজিনা খাতুন, সহকারী শিক্ষিকা বেগম উম্মে হাবিবা, সহকারী শিক্ষিকা বেগম রীনা রাণী নন্দী, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও অভিভাবকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আনিছুর রহমান।
পূর্ববর্তী পোস্ট