নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর আল-বদরের সাহায্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও বিভিন্ন স্থান থেকে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়। পরে নিদারুণ যন্ত্রণা দিয়ে রায়ের বাজার ও মিরপুরে তাদের হত্যা করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, লায়লা পারভীন সেঁজুতি প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টন।
বুদ্ধিজীবি দিবসে সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে প্রদীপ প্রজ্বলন ও সভা
পূর্ববর্তী পোস্ট