বিদেশের খবর: মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারী তার দুই মেয়েকে গাড়িতে রেখে পার্টিতে গিয়েছিলেন। এরপর প্রচণ্ড তাপমাত্রায় ফুলের মতো দুই মেয়ের মৃত্যু হয় গাড়িতেই। আমান্ডা হকিংস (১৯) নামে সে নারীকে শেষ পর্যন্ত ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দুই শিশুর মৃত্যুর পর আসল ঘটনা আড়াল করে ২০১৭ সালের ৭ জুন আমান্ডা হকিংস তার ১ ও ২ বছরের দুই মেয়েকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। একটি লেকের কাছে ফুটে থাকা ফুলের গন্ধ শুকেই তার দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে বলে তখন হাসপাতালের চিকিৎসকদের জানিয়েছিলেন ওই নারী। তবে পুলিশের তদন্তে বিষয়টি ঠিকই ধরা পড়ে। প্রায় ১৫-১৮ ঘণ্টা হিল কান্ট্রির ৯০ ডিগ্রি তাপমাত্রায় গাড়ির ভেতর বন্ধ হয়েছিল ওই শিশুরা। সেখানেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাদের।
আদালতে বিচারক আমান্ডাকে ভর্ৎসনা করে বলেন, মানুষ নিজের পোষা কুকুরদেরও এর চেয়ে বেশি খেয়াল রাখে।