খেলার খবর: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আইসিসির সম্পর্ক গভীর। এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে ক্রিকেট বিশ্বে। এখনো হচ্ছে। কিন্তু এবার পরিস্থিতি যেন উল্টো হতে যাচ্ছে। আর এই দ্বন্দ্বের শুরু অর্থ নিয়ে।
২০১৬ সালে ভারতে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজনের সময় ভারতীয় ক্রিকেট বোর্ডকে কথা দিয়েছিল ট্যাক্স পরিশোধের ক্ষেত্রে কোনো ধরণের অর্থ ছাড় না পেলে বোর্ডই ক্ষতিপূরণ দেবে আইসিসিকে। পরে সেই ট্যাক্স পরিশোধের কিছু অর্থ ফেরত পায় ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু আইসিসিকে এর থেকে বঞ্চিত করা হয়। এখন ক্ষতিপূরণ বাবদ বিসিসিআইয়ের কাছে ২৩ মিলিয়ন ডলার দাবি করেছে আইসিসি। আগামী ১০ দিনের মধ্যেই এই অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
গত অক্টোবরে সিঙ্গাপুরে একটি সভায় বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়েছিল আইসিসি। কিন্তু বিসিসিআই যথাসময়ে আইসিসি থেকে চিঠি না পাওয়ার কথা বলে।
আইসিসি হুশিয়ারি করে দিয়ে বলে, অর্থ পরিশোধ না করলে বিসিসিআইয়ের এই বছরের রাজস্ব আয় থেকে টাকা কেটে নেওয়া হবে। শুধু তাই নয় ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব ভারতের কাছ থেকে কেড়ে নেওয়া হতে পারে।
আইসিসির এই বক্তব্যে ধারণা করা হচ্ছে, ভারতে নির্ধারিত ২০২১ টি-টোয়েন্টি ও ২০২৩ সালের বিশ্বকাপ আয়োজন ঝুঁকির মুখে পড়তে পারে।