স্পোর্টস ডেস্ক: বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা পেসার দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। সেই ধারাবাহিকতায় টেস্টে প্রোটিয়াদের সর্বোচ্চ উইকেট শিকারির থেকে আর এক ধাপ দূরে রয়েছেন এই তারকা। প্রাক্তন অধিনায়ক শন পোলকের সঙ্গে শীর্ষস্থান ধরে রেখেছেন তিনি। দু’জনেরই ধুলিতে রয়েছে ৪২১ উইকেট।
২০০৮ সালে পোলক অবসর নেওয়ার পরে দক্ষিণ আফ্রিকার কোন বোলার এই পর্যায়ে পৌঁছতে পারবেন, এমনটা নিজেই ভাবতে পারেননি স্টেইন। তবে বিধ্বংসী পেসারের মত, সর্বোচ্চ উইকেট শিকারির তকমার চেয়ে অনেক বেশি কিছু করার ক্ষমতা রয়েছে তার মধ্যে।
বুধবার সেঞ্চুরিয়ানে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে স্টেন বলেছেন, ‘‘আমার মধ্যে এখনও অনেক উইকেট নেওয়ার ক্ষমতা রয়েছে। পলি (পোলক)-র চেয়ে একটি উইকেট বেশি নিয়ে আনন্দ তো হবেই কিন্তু পরের উইকেটটি নেওয়ার আগের একইভাবে তৈরি থাকব। পলির থেকে একটি উইকেট বেশি নেওয়ার জন্য ক্রিকেট খেলছি না। আমার বোলিংয়ে যেন দেশের লাভ হয়। সেটাই বরাবর চেয়ে এসেছি।’’