নিজস্ব প্রতিবেদক :
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, মহান জাতীয় সংসদে আমরা কোন মৌলবাদী, রাজাকারকে দেখতে চাই না। যারা একাত্তরে গণহত্যা করেছে তাদের আমরা ক্ষমতায় দেখতে চাই না। সাতক্ষীরা-২ আসনে যদি বিএনপি ও ড. কামালরা যুদ্ধাপরাধীদের দলের প্রার্থীকে ধানের শীষ না দিয়ে একজন মুক্তিযোদ্ধা কে দিতেন তাহলে আমি এখানে আসতাম না। আমাদের এ অভিযাত্রা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে। মঙ্গলবার(২৫ ডিসেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা দেশের স্বাধীনতা চাইনি তাদের দেশের মানুষ প্রত্যাখান করেছে এবং ভোটেও প্রমাণ করবে। যে কাদের সিদ্দিকী জাতির জনক বঙ্গবন্ধুর খুণীদের বিচারের দাবীতে ভারতে চলে গিয়েছিলেন। সেই কাদের সিদ্দিকী খুনী ও জামাতের সাথে হাত মিলিয়েছে। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর খুনী ও জামাতের সাথে হাত মিলিয়ে মুনাফিকী করেছে। মুক্তিযুদ্ধর চেতনার মানুষ জামাত ও বঙ্গবন্ধুর খুনীদের প্রত্যাখান করে স্বাধীনতার পক্ষে ভোট দেবে।’
মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের প্রার্থীকে ভোট দিন বঙ্গবন্ধু কন্যা, মানবতার জননী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন মতবিনিময় সভা ও চলচ্চিত্র প্রদর্শণীতে সভাপতিত্ব করেন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি ও ১৪ দলের সদস্য সচিব অধ্যক্ষ আশেক ই এলাহী। ঘাতক দালাল নির্মূল কমিটি ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্রের আয়োজনে সাতক্ষীরা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট শাহারিয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম ইনামুল হক বিশ^াসসহ প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, জাসদ নেতা প্রভাষক ইদ্রিস আলী, সাংবাদিক রঘুনাথ খাঁ, জেলা হিন্দু বৈদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোষ্ঠ বিহারী মন্ডল, আবৃত্তিকার মনিরুজ্জামান ছট্টু, কবি স.ম তুহিন, এড. শাহনেওয়াজ পারভীন মিলি, সিরাজগঞ্জ জেলায় ২০০১ সালে নির্যাতনের শিকার পূর্ণিমা রাণী শীল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সাবেক সদর উপজেলা কমান্ডার মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আমির হোসেন খান চৌধুরী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু।
ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর খুনী ও জামাতের সাথে হাত মিলিয়ে মুনাফিকী করেছে—- সাতক্ষীরায় শাহরিয়ার কবির
পূর্ববর্তী পোস্ট