দেবহাটা প্রতিনিধি: “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক বছরের শুরুতে কোমল মতি ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে বই পৌছে দেওয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে সারা বাংলাদেশের সাথে একযোগে দেবহাটা উপজেলা পরিষদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ ঘন পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে একযোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থেকে বই বিতরণ করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহম্মেদ, জেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য ও সাবেক কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ, দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জব কুমার মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, জেলা পরিষদের সদস্য আলফেদাউস আলফা, উপজেলা শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, দেবহাটা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, একাডেমীক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আরমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, উপজেরা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকগণ।
এরই ধারাবাহিকতায়, দেবহাটা সরকারী মডেল হাই স্কুল, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, টাউনশ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেন্ট্রাল হাইস্কুল সুবর্ণাবাদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়, কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমিনা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়, দক্ষীন সখিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দিঘীরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার প্রতিটি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়।
সখিপুর মাধ্যমিক বিদ্যালয়
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ে জাঁকজমক পূর্ণ পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টায় বিদ্যালয় ব্যবস্থাপনায় প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, সিনিয়র শিক্ষক ইয়াকুব আলী, সহকারী শিক্ষক আলমগীর কবির, এনাম হোসেন, রোকসানা তরফদার, নির্মল কুমার গাইন, শাহিনা আক্তার, মোসলেমা খাতুন, মঞ্জুরুন নুর, ফারুক হোসেন প্রমুখ।
ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়
“শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বছরের প্রথম দিনে বিনামূল্যে প্রতিটি ছাত্র-ছাত্রীর হাতে বই পৌছে দেওয়ার সরকারী কর্মসূচি বাস্তবায়নের লক্ষে দেবহাটা ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমক পূর্ণ পরিবেশে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হারুন আর-রশিদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক বিশ^জিৎ মন্ডল, ব্যবস্থাপনা কমিটির সদস্য ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, আব্দুর রব লিটু, খন্দকার রেজাউল করিম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, সহকারী শিক্ষক সাইফুল্লাহ-আল-তারিক।