স্পোর্টস ডেস্ক: বিপিএলের অষ্টম ম্যাচে আজ বুধবার খুলনা টাইটানসের মুখোমুখি হবে রাজশাহী কিংস। এবারের আসরে দুই ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি খুলনা। তারপরও পরের ম্যাচে ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দলটি। অন্যদিকে, হার দিয়ে এবার আসর শুরু করলেও, জয়ের ধারায় ফেরার প্রত্যয় রাজশাহী কিংসের।
খুলনা টাইটানস নিজেদের প্রথম ম্যাচে জয়ের আশা জাগিয়েও, মাশরাফির রংপুর রাইডার্সের কাছে হেরে যায় তারা। পরের ম্যাচে অবশ্য, ঢাকা ডায়নামাইটেসর স্পিন ভেলকিতে পাত্তাই পায়নি খুলনা। তাই এবার হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া খুলনা। পরবর্তি ম্যাচে ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় তারা।
এদিকে রাজশাহীর শুরুটাও ছিল একেবারেই মলিন। যেখানে ঢাকার বিপক্ষে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হার মানতে হয় মিরাজের দলকে। রাজশাহীর অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীজের বিশ্বাস, বিপিএল দেশীয় ক্রিকেটারদের জন্য একটা বড় মঞ্চ। এই টুর্নামেন্টে প্রত্যেক ক্রিকেটার পারফর্ম করার জন্য মুখিয়ে থাকে। তাই উইকেট প্রত্যাশা অনুযায়ী না হলেও, পারফর্মের বিকল্প দেখছেন না নাফীজ।