নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ৫ জন শ্রেষ্ঠ শিক্ষক ও ১০ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন সাতক্ষীরা পঞ্চ মন্দির মায়ের বাড়িতে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় এর আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট কর্তৃক মন্দির ভিাত্তক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৪র্থ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতাধীন ২০১৬ শিক্ষা বর্ষের ১৫ জন শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীকে এ পুরষ্কার বিতরন করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক লিটন শিকদারের সভাপতিত্বে উক্ত পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মন্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহা প্রভু সেবক সংঘ কেন্দ্রীয় পরিষদেও সভাপতি ডা: সুশান্ত ঘোষ, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা বিভাগ) বলাই চন্দ্র ঘোষ, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সভাপতি মঙ্গল কুমার পাল, সাধারণ সম্পাদক এ্যাড.অনিত মুখার্জী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ ১০ জন শিক্ষার্থী যথাক্রমে প্রাপ্তি মন্ডল, ¯েœহাশিস দাশ, ঐশী মন্ডল, প্রিয়ন্তি মন্ডল, নিলাঞ্জনা সরকার, অনুপম মন্ডল, তমালিকা, সেতু মিস্ত্রী, চুমকি দাশ, তৃষাণ সরকার এবং শ্রেষ্ঠ ৫ জন শিক্ষক যথাক্রমে শিল্পী সিংহ, বিমল ঘোষ, প্রমিলা রানী দাশ, দিপালী ঘোষ, রিতা রানী মাখালকে সম্মাননা সনদ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
পূর্ববর্তী পোস্ট