বিদেশের খবর: ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল।
সেই সঙ্গে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে সুপ্রিমকোর্টের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বাড়াতে নতুন করে বিক্ষোভ প্রস্তুতির মধ্যে গুয়াইদোর বিরুদ্ধের এ কঠোর পদক্ষেপ নিলেন দেশটির অ্যাটর্নি জেনারেল।
বিশ্বের বহু দেশ গুয়াইদোকেই ভেনিজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে।
গত বছরের মে মাসে ভেনিজুয়েলায় অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন মাদুরো।
চলতি মাসের শুরুতে শপথ নেন বামপন্থি এ রাজনীতিক। তবে বিরোধীরা প্রথম থেকেই কারচুপির অভিযোগ তুলে নতুন নির্বাচনের দাবি জানিয়ে আসছে।
তেলসমৃদ্ধ দেশটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়ার জন্য বিরোধীদের এ দাবির প্রতি সমর্থন জানিয়েছে আমেরিকাসহ বেশ কিছু পশ্চিমা দেশ।