নলতা প্রতিনিধি : আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর ৫৩ তম বার্ষিক ওরছ শরীফ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে বুধবার থেকে শুরু হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যস্থাপনায় এবং পাক রওজা শরীফের শ্রদ্ধেয় খাদেম ও পবিত্র ওরছ শরীফ উদ্যাপন কমিটির আহবায়ক আলহাজ্জ মৌলভী আনছার উদ্দিন আহমদ’র বিশেষ দিক নির্দেশনায় অন্যান্য বছরের ধারা অব্যাহত রেখে এবছর ৮,৯,১০ ফেব্রুয়ারি এবং ২৬,২৭,২৮ মাঘ রোজ বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফ সফল করার জন্য কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ মুহাম্মদ সেলিমউল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান শিক্ষক, সহ-সম্পাদক আলহাজ্জ চৌধুরী আমজাদ হোসেন, মালেকুজ্জামান, কোষাধ্যক্ষ আলহাজ্জ মোহাম্মদ ইউনুছ, কর্মকর্তা আকবর হোসেন, আবুল ফজল শিক্ষক, এনামুল হক খোকনসহ নির্বাহী কমিটির কর্মকর্তারা বিভিন্ন সময়ে মিটিং করেই চলেছেন। এদিকে ওরছ শরীফ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্ব সাধারনের নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। আর উক্ত তিন দিন ব্যাপী বার্ষিক ওরছ শরীফে প্রতিদিন ভোর থেকে সারাদিন ব্যাপী পাক রওজা শরীফে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি মাহফিল মাঠে যে সমস্ত প্রখ্যাত আলেম পবিত্র কোরআন ও হাদীসের আলোকে নবী, রসুল ও ওলি-আউলিয়াদের জীবন দর্শন সম্পর্কে আলোচনা রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা হলেন- অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ক্বারী হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। ২৬ মাঘ, ৮ ফেব্রুয়ারি বুধবার হজরত মাওলানা আল্লামা আলহাজ্জ আবু ছুফিয়ান খান আবেদী আল কাদেরী (আন্তর্জাতিক ও সকল দেশে ইসলাম প্রচারক, আওলাদে অলি, খলিফায়ে গাওছুল আযম বাগদাদ শরীফ (ইরাক), চাঁদপুর, বাংলাদেশ), আলহাজ্জ মুফতী মুহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজী (খতিব, মসজিদ-এ-বেলাল (রা.), আরবী প্রভাষক-কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর,ঢাকা), আলহাজ্জ হজরত মাওলানা মুফতী মো. আব্দুল মজিদ (পিরোজপুরী) খতিব, হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নী জামে মসজিদ, হবিগঞ্জ), আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ রংপুরী (মুফাস্সির ও মুহাদ্দিস, খতিব-নলতা শরীফ শাহী জামে মসজিদ)। ২৭ মাঘ, ৯ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালী (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুষ্টিয়া), মাওলানা মো. মফিজুর রহমান খোকা ভাই (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, ভারত), মুফতি শাইখ মোহাম্মাদ উসমান গনী (সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফীজম, ঢাকা), মুফতী মাওলানা মো. আলমগীর হুসাইন সাইফী (খতিব, বায়তুল আমান জামে মসজিদ, হবিগঞ্জ)। ২৮ মাঘ, ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তিনদিন ব্যাপি পীর কেবলা হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর ৫৩তম বার্ষিক ওরছ শরীফের পরিসমাপ্তি ঘটবে। উক্ত অনুষ্ঠানগুলো উপভোগ করার জন্য নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের পক্ষে সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. আব্দুল মজিদ সকলকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
পূর্ববর্তী পোস্ট