দেবহাটা ব্যুরো ॥ দেবহাটায় পৈত্রিক দখলকৃত জমি প্রতিপক্ষ দ্বারা দখলের অপচেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেবহাটা উপজেলার দক্ষিন পারুলিয়া গ্রামের ইয়াছিন কারিকরের ছেলে হায়দার আলী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, তাদের পিতার পৈত্রিক সূত্রে প্রাপ্ত উপজেলার পারুলিয়া মৌজার সাবেক ৩৬৬৬ দাগ এবং হালদাগ ৮৯৬৩, ৮৯৯৩ ও ৯০০৪ দাগের জমিতে তারা দীর্ঘদিন ভোগদখল ও জমিতে ফলফলাদীর গাছ লাগিয়ে তা ভোগদখলে আছেন। কিন্তু পাশর্^বর্তী একটি চক্র দীর্ঘদিন যাবৎ তাদের ভোগদখলকৃত জমিটি জোরপূর্বক দখলে নেয়ার জন্য বিভিন্ন রকম মামলা ও নানারকম ষড়যন্ত্র করছে। হায়দার আলী জানান, গত ২০১৩ সালে সখিপুর গ্রামের মৃত গোলাম বারী কারিকরের ছেলে আব্দুল মালেক কারিকর বাদী হয়ে সাতক্ষীরা “বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত” এ হায়দার আলীর পিতা ইয়াছিন কারিকর, তার ২ চাচা সামছুর মোল্লা ও মজের আলী মোল্লার নামে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। যার নং- পি- ৯১৬/১৩। মামলাটি বিজ্ঞ আদালত খারজি করে দেয়। এর আগে সখিপুর গ্রামের মৃত গোলাম বারী কারিকরের স্ত্রী জোহরা খাতুর বাদী হয়ে তাদের বিরুদ্ধে “দেবহাটা সহকারী জজ আদালত” সাতক্ষীরাতে একটি দেওয়ানী মামলা দায়ের করে। যার নং- দেং- ৪৫/২০১১। বিজ্ঞ আদালত ঐ মামলাটিও খারিজ করে দেয়। পরে ২০১৪ সালে আবারো ষড়যন্ত্রমূলকভাবে দক্ষিন পারুলিয়া গ্রামের মৃত কেরামতুল্লা কারিকরের ৩ ছেলে কওছার আলী, আব্দুল হামিদ ও আনারুল ইসলাম গং বাদী হয়ে “বিজ্ঞ সাতক্ষীরা যুগ্ম জেলা ২য় আদালত” এ আবারো একটি মামলা দায়ের করে। যার নং- ৯৬/২০১৪। হায়দার আলী জানান, কিন্তু গত কয়েকদিন আগে মৃত কেরামতুল্লা কারিকরের ছেলে আনারুল ইসলাম ও আনারুলের ছেলে হাফিজুল ইসলাম জোরপূর্বক বহিরাগত লোকজন নিয়ে তাদের (হায়দার আলী) দের ভোগদখলকৃত জমিতে লাগানো কিছু ফলফলাদি গাছ কেটে ফেলে ও তাদের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। বিষয়টি হায়দার আলী স্থানীয় পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে জানালে তিনি সরেজমিনে এসে দেখে যান। যার কারনে আনারুল ইসলাম ও তার ছেলের দলবল তাদেরকে নানারকম হুমকি দিচ্ছেন বলে হায়দার আলী জানান। বিষয়টি তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
দেবহাটায় পৈত্রিক জমি দখলের অপচেষ্টা
পূর্ববর্তী পোস্ট