নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার মুন্সী রুহুল ইসলামের সঠিক জন্ম তারিখ জানতে চেয়ে তথ্য অধিকার আইনে আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এড. সত্য রঞ্জন মন্ডল।
গত ১০ মার্চ’২০১৯ তারিখে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার বরাবর প্রেরিত একটি পত্রে তিনি তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা ২০০৯ এর ৮ ধারার বিধান অনুযায়ী আবেদন করেন।
উক্ত আবেদনে সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুন্সী রুহুল ইসলাম চাকুরির প্রথম জীবনে বাংলাদেশ রেজিষ্ট্রশন সার্ভিস এসোসিয়েশন যা খিদমত সংলকন খেদমত বইএর চাকুরির অনুলিপির কপিতে সিরিয়াল নং ২৩২ এ তিনি তার জন্ম তারিখ উল্লেখ করেছিলেন ৩০-১১-১৯৫৮ সাল। কিন্তু ২০১৮ সালে এসে সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রার অন্য একটি খেদমত বইতে জন্ম তারিখ পরিবর্তন করে ১৯৫৮ সালের পরিবর্তে ১৯৫৯ সাল করেছেন। এ দুটি জন্ম তারিখের মধ্যে কোনটি সঠিক? আপনি কত সালে এস এস সি পাশ, কত সালে কোথা হতে এল এল বি পাশ করেছেন তার সত্যায়িত ফটোকপি এবং কেন আপনি মুজিবনগ কর্মচারী হিসাবে আতœীকৃত- এ বিষয়ে দালিলিক ব্যাখ্যা, কি কারণে আপনি মুজিবনগর কর্মচারী হিসেবে আতœীকৃত। ১৯৭১ সালে আপনার বয়স কত ছিলো? যদি জন্ম তারিখ ৩০-১১-১৯৫৮ হয় তাহলে আপনার চাকুরীর যোগ্যতা আছে কি না? এসবের দালিলিক ব্যাখ্যা চাওয়া হয়েছে। উক্ত আবেদনের অনুলিপি দুর্নীতি দমন কমিশন(দুদক) এর চেয়ারম্যান, সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহা পরিদর্শক, নিবন্ধন বাংলাদেশ পরিদপ্তর, সাতক্ষীরা জেলা প্রশাসক ও সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা জেলা রেজিষ্ট্রারের জন্ম তারিখ জানতে চেয়ে আবেদন
পূর্ববর্তী পোস্ট