পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেলেন আনিছুর রহমান। তাকে ইতোমধ্যে বই প্রতীক প্রদান করা হয়েছে।
১৬মার্চ ২০১৯ তারিখে ০৫.৮৭০০.০০.০৭.০৩১.০০৭.১৯.৩৯ নং স্মারকে সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও রিটার্নিং অফিসার অনিন্দিতা রায় স্বাক্ষরিত একপত্রে আনিছুর রহমানের প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই পত্রে বলা হয়েছে, পঞ্চম উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষ্যে আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আশাশুনি উপজেলার পাইথালী গ্রামের মোঃ আলী হোসেন সরদারের পুত্র আনিছুর রহমান মনোনয়ন দাখিল করেন। কিন্তু মনোনয়নপত্রটি রির্টার্নিং অফিসার কর্তৃক বাতিল করা হয়। এরপর তিনি আপিল অফিসার বরাবর আবেদন করেন। কিন্তু সেখানে প্রার্থীতা তিনি প্রার্থীতা ফিরে পাননি। পরে আনিছুর রহমান হাইকোর্র্ট বিভাগের রীট পিটিশন দাখিল করলে হাইকোর্ট বিভাগ তার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশনা প্রদান করেন। সে অনুাযায়ী তার প্রার্থীতা বৈধ ঘোষণা করে বই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি
প্রার্থীতা ফিরে পেলেন আশাশুনির ভাইস চেয়ারম্যান প্রার্থী আনিছুর
পূর্ববর্তী পোস্ট