গত ২২.৩.২০১৯ তারিখে দৈনিক সাতনদী পত্রিকায় এবং ২৩.০৩.২০১৯ তারিখে দৈনিক কালেরচিত্রসহ বিভিন্ন পত্র-পত্রিকায় আশাশুনিতে স্বতন্ত্রী প্রার্থীর নেতাকর্মীদের উপর চেয়ারম্যান ডালিমের নেতৃত্বে হামলা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত। এধরনের কোন হামলার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। পত্রিকায় যে সব ঘটনা কথা উল্লেখ করা হয়েছে সে সময় আমি অন্য এলাকায় নৌকার প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পারছিলাম। আর ২২.০৩.২০১৯ তারিখে সুজন কুমার সাহার বিষয়টিও আমার জানা নেই। আমি শুনেছি সেখানে একটা সমস্যা হয়েছে স্থানীয় গণ্যামান্য ব্যক্তিবর্গ ও পুলিশ বিষয়টির সমাধান করেদিয়েছেন। ওই সুজন একজন মাদকাসক্ত ব্যক্তি। জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে কুটুক্তি করে বলে যাকে তাকে নৌকা দিলে কি তার কাজ করতে হবে-? এছাড়াও সুজন সব সময় নেশাগ্রস্থ অবস্থায় থাকে। নিজেদের মধ্যে মারামারির বিষয়কে কেন্দ্র করে স্বাতন্ত্র প্রার্থী পিন্টুর সহযোগিতায় আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে এধরনের অপপ্রচার চালিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শাহনেওয়াজ ডালিম
চেয়ারম্যান খাজরা ইউনিয়ন পরিষদ
ও
সাংগঠনিক সম্পাদক
আশাশুনি উপজেলা আওয়ামীলীগ