নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় জামাতের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বলে গুঞ্জন উঠেছে। গত ১ ফেব্রুয়ারি তালা উপজেলার দক্ষিণ সাহাপুর জামে মসজিদ ইসলামি মাহফিলের আড়ালে এ সন্সেলন অনুষ্ঠিত হয়েছে বলে শোনা যাচ্ছে।
একটি বিশেষ সূত্র জানাচ্ছে, সন্মেলনে হাফেজ রবিউল বাসারকে জেলা আমির ও নুরুল হুদাকে সেক্রেটারি করে জেলা জামাতের কমিটি ঘোষণা করা হয়েছে।
জামাতের গোপন সস্মেলনের মাধ্যমে জেলা জামাতের কমিটি গঠনের বিষয়টি বর্তমানে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন জানান, বিষয়টি তার কানেও এসেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নাশকতাকারীরা যাতে করে মাথাচাড়া নিতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে একটি সূত্র বলছে, গত ১ ফেব্রয়ারি তালা উপজেলার সাহাপুর জামে মসজিদের আয়োজনে ইসলামি মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের আড়ালে জেলার সাতটি উপজেলার জামাতের আমির ও সাধারণ সম্পাদক, জেলা জামাতের রোকন হাফেজ রবিউল বাসার, সেক্রেটারি নুরুল হুদা, মাও. গফফার, রফিকুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি, সাতক্ষীরা ও কলারোয়া পৌর শিবিরের সভাপতিসহ ৩০-৩৫ জন জামাত-শিবির নেতা সেখানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে গোপন সন্মেলনে জামাতের জেলা কমিটি গঠন করা হয়।
জেলা জামাতের অধিকাংশ নেতা বর্তমানে আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোন বক্ত্য নেয়া সম্ভব হয়নি।