মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তাকের মাসুদ এবং এটিএন নিউজের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীরসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত রোববার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবিরের আদালতে যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন।
ওইদিন আসামীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাসচালক জামির হোসেনের জামিন বহাল রাখেন।
২০১২ সালের ১৬ এপ্রিল মামলাটি বিচারিক আদালতে আসার ৫০টিরও বেশি কার্যদিবসে ৩৯জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এদের মধ্যে রাষ্ট্রপক্ষে ২৪জন ও আসামীপক্ষে ২জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়। মামলায় আসামীর বিরুদ্ধে ৫টি অভিযোগ গঠন করা হয়েছে।
২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদসহ ৫জন নিহত হন।