আশাশুনি ব্যুরো : আশাশুনিতে প্রতিবন্ধী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে প্রতিবন্ধী বান্ধব শিক্ষা ও শিক্ষা সহায়তা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিার সকালে বিআরডিবি মিলনায়তনে প্রাইড প্রকল্পের আওতায় ডিআরআরএ’র সহযোগিতায় লিলিয়েন ফন্ডের অর্থায়নে এবং আইডিয়াল’র আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল। আশাশুনি সদর ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে প্রকল্প সুপারভাইজার সুব্রত বাছাড়ের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আসাদুল হক, দিজেন্দ্র লাল রায়, দীপঙ্কর মল্লিক, তারক চন্দ্র মন্ডল, শরিফা খাতুন প্রমুখ। কর্মশালায় বক্তারা সকল স্কুল প্রতিবন্ধী শিশুবান্ধব হিসেবে গড়ে তোলাসহ প্রতিবন্ধীদের শিক্ষা সহায়তা প্রদান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আশাশুনিতে প্রতিবন্ধী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষে কর্মশালা
পূর্ববর্তী পোস্ট