বিদেশের খবর: মেট গালা ইভেন্টে প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন নিয়ে নেটদুনিয়ায় চলেছে হাসি-ঠাট্টা। কিন্তু ওই ছবিটি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি বিকৃত করার অভিযোগে বিজেপির যুব মোর্চার নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ ।
ফেসবুকে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করার অভিযোগ উঠেছে হাওড়ার যুব মোর্চার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মার বিরুদ্ধে। এরপর তার বিরুদ্ধে দায়ের হয় মামলা। তৃণমূলের অভিযোগ, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন বিজেপি নেত্রী। মমতা ব্যানার্জিকে অপমান করেছেন তিনি।
তৃণমূল নেতা বিভাস হাজরার দায়ের করা এফআইআরের ভিত্তিতে প্রিয়াঙ্কা শর্মাকে গ্রেফতার করে হাওড়া পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। তবে বিজেপির পাল্টা দাবি, তৃণমূল নেত্রী সভাসমাবেশে মোদির বিরুদ্ধে বাক্ স্বাধীনতা হরণ, অসহিষ্ণুতার অভিযোগ করছেন। অথচ তিনি নিজেই অসহিষ্ণু।