কে,এম,রেজাউল করিম দেবহাটা ব্যুরো :
দেবহাটার মাঘরী গ্রামের কৃতি সন্তান খালিদ হাসান নয়ন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সোমবার আওয়ামীলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীর স্বাক্ষরিত ৩০১ সদস্য বিশিষ্ঠ পুর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা। খালিদ হাসান নয়ন দেবহাটার মাঘরী গ্রামের আবু তালেব মোহাম্মাদ তৌয়েবুর রহমানের একমাত্র ছেলে। তাকে সহ-সভাপতি নির্বাচিত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক রাব্বানীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেবহাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা তাঁতী লীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবির, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ইউপি সদস্য হাফিজুর রহমান, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হোসেন, দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি আহছান উল্লাহ কল্লোল প্রমুখ। উল্লেখ্য, সে পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সহ-সভাপতি হিসাবে সংগঠনের গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছিলেন।
দেবহাটার সন্তান নয়ন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি
পূর্ববর্তী পোস্ট