খেলার খবর: বিশ্বকাপের আগে বাংলাদেশ দলে যাদের নিয়ে বেশি দুশ্চিন্তা দেখা গেছে তাদের মাঝে দেশের অন্যতম সেরা পেসার সাতক্ষীরার মোস্তাফিজুর রহমান। চোটের ঝুঁকি তো রয়েছেই, তার ওপর ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন পুরোপুরি খোলসবন্দী। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই কাটার মাস্টারকেই দেখা গেলো ধারালো রূপে। বিশ্বকাপের আগে এই ছন্দে ফেরাটা কতটা স্বস্তির তা বোঝা গেলো মোস্তাফিজের উচ্ছ্বসিত অভিব্যক্তি থেকে।
সোমরবার ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন জয়ের মঞ্চটা তৈরি হয়েছে মোস্তাফিজের ধারালো বোলিংয়েই। ৪৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনি। অবশ্য এই ম্যাচ সেরার পুরস্কারটা গত দুই বছরে এবারই প্রথম! তাই পরের ম্যাচসেরা পুরস্কারটা যেন আর দেরি করে না আসে সেই অপেক্ষা এখন মোস্তাফিজের। ম্যাচের পর সেই কথাই বললেন তিনি, ‘আমি আশা করবো পরের ম্যাচসেরার পুরস্কারটা পেতে যেন খুব বেশি দেরি না হয়।’
দুই ম্যাচ পর ছন্দ ফিরে পাওয়ায় খুব আত্মবিশ্বাসী দেখা গেলো তাকে। বিশেষ করে ইদানিং স্লগ ওভারে অভ্যস্ত হওয়ার বিষয়টিতেও মানিয়ে নিয়েছেন তিনি, ‘আমি এখন আনন্দিত যে ম্যান অব দ্য ম্যাচ হতে পেরেছি। প্রথম উইকেট নেওয়ার পর আত্মবিশ্বাসটা ফিরে পাই। দীর্ঘদিন ডেথ ওভারে বোলিংয়ের পর এখন এখন স্লগ ওভারগুলোতে আমি আরও বেশি অভ্যস্ত।’
বিশ্বকাপের আগে তাই এমন ধারায় ফিরতে পেরে তা যে টনিক হিসেবে কাজ করবে সেটা মানেছেন মোস্তাফিজ। তাই আসন্ন টুর্নামেন্টে ধারাবাহিকতার ভিত্তিতে পারফর্ম করতে মুখিয়ে তিনি, ‘ভালো করলে আত্মবিশ্বাসটা বেড়ে যায়। শুরুর খেলাগুলোতে ভালো করতে পারিনি সেটা ঠিক আছে। কিন্তু সামনেই বিশ্বকাপ, সেখানে ধারাবাহিকভাবে ভালো করতে মুখিয়ে আছি।’-ক্রিকবাজ।