বিদেশের খবর: অধিকৃত পশ্চিমতীর থেকে সীমান্তের নিরাপত্তায় বেড়া পার হয়ে ইসরাইলে ঢোকার চেষ্টা করায় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী।
ইসরাইলি কর্মকর্তা ও ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা বলেন, রোজার মাসে অধিকৃত পশ্চিমতীরের বেথেলহেমের কাছে সীমান্ত বেড়ায় ওঠার চেষ্টা করায় তাকে গুলি করে ইসরাইলি হানাদার বাহিনী।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুলিতে একটি কিশোর নিহত ও আরও দুজন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, এক ফিলিস্তিনি বেড়া ডিঙিয়ে ইসরাইলে ঢোকার চেষ্টা করায় তাকে গুলি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
এর আগে শুক্রবার জেরুজালেমের সঙ্গে সংযুক্ত ওল্ড সিটিতে দুই ইসরাইলি দখলদারকে ছুরিকাঘাত করেন এক ফিলিস্তিনি। পরবর্তী ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে।