নিজস্ব প্রতিবেদক: শ্যামনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অবৈধ এবং শ্যামনগর উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে শ্যামনগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি তুলে জানান, যোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে এসব ফালতু ভিত্তিহীন কমিটি দিয়েছে জেলা ছাত্রলীগ।
উল্লেখ্য, গতকাল ৭ জুন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রেস বিঞ্জপ্তিতে সাগর কুমার মন্ডলকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে শ্যামনগর ছাত্রলীগের দীর্ঘদিন সক্রিয় নেতৃবৃন্দ। আজ শনিবার সকাল ১১ টায় নবগঠিত কমিটিকে বিলুপ্ত করার দাবি ও অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করে শ্যামনগরে প্রাক্তন ও বর্তমান পদবঞ্চিত ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিক্ষোভে অংশগ্রহণকারী ছাত্রলীগের নেতদাদের দাবি দ্রুত কমিটি পরিবর্তন করে নতুন যোগ্য ছাত্রদের কমিটির অন্তর্ভুক্ত করতে হবে।
এসময় ছাত্রলীগের পদ বঞ্চিতরা বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামিলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছিল নবগঠিত শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তারা অবিলম্বে টাকার বিনিময়ে গঠিত শ্যামনগর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিল করে যোগ্যদের প্রার্থীদেরকে আনতে হবে
পূর্ববর্তী পোস্ট