কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবে জাতীয় শিশু-কিশোর প্রোগ্রামিং প্রতিযোগীতা-২০১৯ এর স্ক্র্যাচ ও পাইথন প্রোগ্রামিং প্রতিযোগিতা-১৭ ও ২০ জুন অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয় জেলার মধ্যে সেরা ক্ষুদে প্রোগ্রামার নির্বাচিত হয়েছে।
শুক্রবার সকালে কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব সাংবাদিকদের জানান-তিন ক্যাটাগরিতে বিজয়ী হওয়ায় পাঁচ জন ক্ষুদে প্রোগ্রামার জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় ঢাকার সাভারে শেখ হাসিনা জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রে অংশ গ্রহন করবেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরুস্কার গ্রহণ করবে। এদিকে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ক্ষুদে প্রোগ্রামার তৈরির এ প্রতিযোগিতার আয়োজন করায় সরকার তথা আয়োজনকারী কর্তৃপক্ষকে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রোগ্রামিং প্রশিক্ষক মো: আব্দুর রহমান, সিআরআই প্রতিনিধি সাবরিনা ইয়াসমিন ধন্যবাদ জ্ঞাপন করেছেন।