দেবহাটা ব্যুরো : দেবহাটার নওয়াপাড়ায় ইট সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৫টায় পিআরডিপি-৩, বিআরডিবি, বেজোরআটি ভিডিসি ও নওয়াপাড়া ইউপির বাস্তবায়নে বেজোরআটি জিয়ার খালের আলিমের বাড়ি হতে রফিকুলের বাড়ি অভিমুখে রাস্তা নির্মানের উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইট সোলিং রাস্তা নির্মাণের উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি’র পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুশান্ত গাইন, বিআরডিবি’র চেয়ারম্যান ও ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সদস্য আসমাতুল্যা গাজী আসমান প্রমুখ।
দেবহাটার নওয়াপাড়ায় ইট সোলিং রাস্তা নির্মাণের উদ্বোধন
পূর্ববর্তী পোস্ট